দোকানার জনি ভাই তার কর্মচারী সাকিবকে বলছে "শোনো আজকে রাতে দোকানে চোর আসতে পারে, তাই তুই দোকান পাহারা দিবি , সঙ্গে আমিও তোর সাথে থাকব l" "আমি দোকানের উপর মাচায় লুকিয়ে থাকব আর তুই আমাকে ইশারা করে বলবি।"
:যদি চোর সামনের দিক দিয়ে প্রবেশ করে তখন বলবি 'পেঁয়াজ পেঁয়াজ।'
:আর পিছনের দিক দিয়ে প্রবেশ করে তখন বলবি 'শশা শশা l'
:যদি ডান দিকের দরজা দিয়ে ঢুকে তখন তুই বলবি 'টমেটো টমেটো।'
:এবং আর বা দিকের দরজা দিয়া ঢুকলে বলবি 'মরিচ মরিচ l "
ঘটনা ক্রমে সেদিন কোনো চোর আসল না, কিন্তু আসলো ডাকাত l
৪ জন ডাকাত ৪টা দরজা দিয়ে এক সাথে ঢুকলো l
এটা দেখে বেচারা কর্মচারী সাকিব বলল 'সালাদ! সালাদ!! সালাদ!!'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন