শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

জনি ভাই গিয়েছিল তার সাইকেলটা রিপিয়ারিং - কৌতুক

কিছুদিন আগে জনি ভাই গিয়েছিল তার সাইকেলটা রিপিয়ারিং করাতে। তো রিপিয়ার সপে যাওয়ার পরে জনি ভাই আর সেই দোকানির কথপকথন অনেক টা এইরকম হলো : 

জনি : ভাই সাইকেল টা সারিয়ে দেন তো। দেশের যা অবস্থা, এখন সাইকেলই ভরসা। 


দোকানি : হবে না গো যান গা। 


জনি : কেন যামু। আমি তো টাকা দিয়া ঠিক করমু। কিন্তু  ঠিক করতে আপনার সমস্যা কী। 


দোকানি : আরে মিয়া আপনি যানেন না দেশে বিদ্যুৎ এর লোডশেডিং হচ্ছে এখন, যন্ত্রপাতি কিচ্ছু  চলবে না। আবার শুনছি বিদ্যুৎ এর দাম নাকি বাড়বো। যান তো এখান থেইক্কা যত্তসব। 

জনি ভাই তখন সেই স্থান ত্যাগ করল। 


কিছু  দিনপর, 

জনি ভাই প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল, হঠাৎ দেখে বিদ্যুৎ চয়লা আইছে , কালবিলম্ব না করে চিক্কু মাইরা সাইকেল নিয়ে চলল সেই দোকানে। তো দোকানে যাওয়ার পর, 


জনি : আজতো বিদ্যুৎ আছে আজকে তাহলে ঠিক করে দিন আমার সাইকেলটা। 

দোকানি দেখি আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। 


দোকানি : আরে মিয়া আবার আইছেন আপনি কাটা ঘায়ে নুন ছিটাতে। 


জনি কিচ্ছু না বুঝে বলল: কেন কী হয়েছে আজকে তো বিদ্যুৎ আছে তো সমস্যা কী।

 

দোকানি বললো, 

শোনো তবে দুঃখদায়ক কথা, 


দোকানি : দেশে বিদ্যুৎ এর সংকট দেখে ভেবেছিলাম একটা জেনেরেটর কিনে ফেলি, তাহলে একটু  হলেও আয় রোজগার করে খেতে পারবো। কিন্তু  কিন্তু  আরে ভাই কিন্তু  আজকে শুনলাম ডিজেলের দাম চৌত্তরিশ টাক্কা বাড়িয়ে 114 টাকা করছে। এজন্য জেনেরেটর টাও চালাইবার পারছি না। এবার ভাবছি  রিকশা চালামু। কেমন হবে ভাই? 


জনি ভাই বলল: দারুণ হবে। তখন জনি বলল ভাই আজও তাহলে আসি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন