বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

বাংলা গল্প: আজ ৩৫ বৎসর পর - Bengali Story Read Online

আমার ভীষণ মনে পড়ে সেদিনটার কথা,  

যখন সে বলেছিলো,

- এতো ঘুরাঘুরির, দেখাদেখির কি আছে? আমার মেয়ে মানুষ নিয়ে ঘুরতে লজ্জা  লাগে।তোমার ঘুরতে হলে অন্য কাউকে নিয়ে ঘুরো,বিরক্ত করো না আমায়। আমার কি কোনো কাজ নেই?

এরপর আমি তাকে ঘুরতে নিয়ে যাওয়া কিংবা দেখা করতে বলার অনুরোধ করা বন্ধ করে দিলাম।

আমার খুব করে মনে পড়ে সেই কথাটা,

-আমি ছেলে মানুষ, মেয়েদের মতো ঘরে থাকতে পারি না। বাইরে নানা ধরনের কাজে ব্যস্ত থাকি, আমারও তো একটা জীবন, সারাদিন আমায় এতো ফোন করার কি আছে?

আমি সেদিনের পর নিরবে তাকে ফোন দেওয়া বন্ধ করে দিলাম।

আমার মনে পড়ে সেই সময়টার কথা,

-এতো এসএমএস, এতো এসএমএস! সারাদিন এতো কিসের এসএমএস? আর কিসের এতো কথা? কি দরকার এতো কথা বলার?

আমি সেদিনও নিশ্চুপ  রয়ে গেলাম, অত:পর তাকে এসএমএস করাও আমি বন্ধ করে দিলাম।

সে সময়টা তো আমি কখনোই ভুলবো না, যখন সে বলেছিলো,

- তোমার সমস্যা কিসের? আমাকে এতো মনে করার কি আছে? তোমার খেয়ে দেয়ে কাজ নেই? এতো বিরক্ত কিভাবে করো তুমি? ছোটো শিশু তুমি, বুঝোনা কিছু?

আমি তাঁর অভাব অনুভব করাও বন্ধ করে দিলাম!

সে চেয়েছিলো এক যান্ত্রিক মানব, যা আমি হতে পারিনি।

আজ প্রায় ৩৫টা বৎসর। আমি আর তাঁর কোনো খোঁজ নিই নি, সেও আমার খোজ নেয় নি। 

আমি তাকে ভুলে গেছি।  সে দেখতে কেমন ছিলো, তাঁর কন্ঠস্বর বা কেমন ছিলো, সে হাসলে বা অভিমানে রেগে গেলে, তাকে কেমন দেখাতো, 

আমার কিচ্ছু মনে নেই। শুধু মনে আছে তাঁর এই বি-ষ-ধ-র  উক্তি গুলি, যা আমাকে দূরে সরিয়ে দিয়েছিল তাঁর থেকে।

বাংলা অনু গল্প Bengali Story Read Online

লিখেছেন: রিয়া খান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন