সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

ডেঙ্গুতে প্লেটলেট কমে যাওয়া কি বিপজ্জনক? বাংলা হেলথ প্রশ্ন উত্তর

শরীরের প্লেটলেটের পরিমাণ কমে যাওয়া বা বেড়ে যাওয়ার মাধ্যমে কিন্তু ডেঙ্গুর তীব্রতা মাপা হয় না। প্লেটলেট ঠিক থাকলে রোগী ভালো থাকবে এমনটি নয়। আর প্লেটলেট দিলেই যে রোগী সুস্থ হয়ে উঠবে এমনও নয়। অনেক কারণেই মানব দেহের প্লেটলেট কমে যেতে পারে। Dengue Fever

ডেংগু জ্বরে শরীরের প্লেটলেটের পরিমাণ কমে গিয়ে নয় বরং ডেঙ্গু রোগী মারা যায় ডেঙ্গু শক সিনড্রোমে। তাই প্লেটলেট কাউন্ট ১০ হাজারের উপরে থাকলে এবং এক্টিভ ব্লিডিং না থাকলে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নাই।

(সংগৃহীত) 

ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান
ক্লিনিক্যাল হেমাটোলজিষ্ট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন