মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

ডেঙ্গু জ্বরের লক্ষণ কি কি? বাংলা হেলথ প্রশ্ন উত্তর

 দিন দিন ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। সকলের সতর্কতা থাকা জরুরি। চলুন জেনে নেই ডেঙ্গু জরের লক্ষণগুলি কি কি।

১. তীব্র জ্বর হবে যা ১০৪* ফারেনহাইট পর্যন্ত হতে পারে।
২. বমি ও বমিবমি ভাব দেখা দেবে।
৩. অস্থিসন্ধি অথবা শারীরের গিটে গীটে তীব্র ব্যথা সাথে জ্বর যাকে বলা হয় (ব্রেকবোন ফিভার)।
৪. হঠাৎ করে তীব্র মাথা ব্যথা শুরু হতে পারে।
৫. ২ বা ৩ দিনের মধ্যে জ্বর কমে যায় কিন্তু শরীরে দূর্বলতা থাকতে পারে।
৬. চোখ উঠা বা চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস হতে পারে।
৭. শরীরের বিভিন্ন জায়গায় (র‍্যাশ) লালচে ভাব দেখা দিতে।
তো এই ছিল ডেঙ্গু জরের লক্ষণগুলি। ঘরে মশার উপদ্রব বাড়লে মশারির ভেতর থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন