বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

কিভাবে প্রোফাইল টাইপ পেজ ডিলিট করবেন ( How to Delete Profile Type Page )

আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সকল #KaziSilo রিডারদের। ফেসবুকে পেজ নিয়ে আমরা সবাই কম বেশি সমস্যায় পরি আর তখনি লক্ষ্য হয় কিভাবে এটির সমাধান করা যায়। ফেসবুক প্রোফাইল টাইপ পেজ বর্তমান নতুন একটি ফিচার আর এটা অনেক জনপ্রিয় হয়েছে। এখন প্রশ্ন হল কিভাবে আপনি এই প্রোফাইল টাইপ পেজ ফেসবুক থেকে ডিলিট করবেন। এই পোস্টে আপনাকে সেটা জানাবো আর সঙ্গে রয়েছে একটি ভিডিও টিউটোরিয়াল। মাত্র দুই মিনিটে আপনার প্রোফাইল টাইপ পেজ ডিলিট করে ফেলতে পারবেন। 

ফেসবুকে আমি আমার একটি পেজ ডিলিট করেছি আর তখন মাথায় আসল যে বিষয়টা আপনাদের সবার সাথে শেয়ার করি। আমি রেকর্ড করেছি কাজটি করার সময়। আপনারা দেখুন নিচের ভিডিওতে। সেখানে সহজে দেওয়া আছে কিভাবে প্রোফাইল টাইপ পেজ ফেসবুক থেকে ডিলিট করবেন। এর জন্য আপনাকে প্রথমে সেটিংসে যেতে হবে। তারপর প্রাইভেসি থেকে আপনি অপশনটা পেয়ে যাবেন। অন্যান্য পেজে রিমুভ করার সময় আমরা যে পদ্ধতি ব্যবহার করে থাকি, প্রোফাইল টাইপ পেজের বেলায় সম্পূর্ণ ভিন্ন উপায়ে ডিলিট করতে হয়। এই জন্য আমাদের অনেকে যারা নতুন তাদের ডিলিট করতে যেয়ে অনেক সমস্যায় পড়ি।

কিভাবে প্রোফাইল টাইপ পেজ ডিলিট করবেন 

( How to Delete Profile Type Page )


তো কেমন লাগল এই ভিডিও টিউটোরিয়ালটি অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের আরও কোন প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন