মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

শিক্ষামূলক গল্প: রাজার স্বপ্নে দাঁত পড়া

একদিন রাজা জনি ঘুমের ঘোরে স্বপ্নে দেখতে পেলেন তার কয়েকটি দাঁত পড়ে গেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রধান রাজ জ্যোতিষীকে ডেকে পাঠালেন।

রাজ জ্যোতিষী স্বপ্নের ব্যাখ্যা বের করে বলল :

-রাজামশাই, ইহা একটি সাংঘাতিক  দুঃস্বপ্ন । ১টি দাঁত পড়া মানেই আপনার কোনো ১ জন আত্মীয়-স্বজনের মারা যাওয়া।

রাজা জনি তখন ভীষণ রেগে গেলেন। কি সাহস এই আহাম্মকের ! তিনি আদেশ দিলেন নফরকে  "একে পঞ্চাশটা দোররা মারো। "

এবার  রাজা জনি অন্য একজন জ্যোতিষীকে ডেকে পাঠালেন। জ্যোতিষী গণনা করে দেখলেন যে রাজার স্বপ্নে দাঁত পড়া নিয়ে আগের জ্যোতিষী ঠিকই বলেছে।

তবে তিনি রাজাকে একথা কীভাবে বলবেন?

শেষমেশ অনেক ভেবে চিন্তে বলল:

-ইহা আপনার জন্য একটি সুসংবাদ বটে। আপনি আপনার সকল আত্মীয়স্বজনদের মধ্যে সবচেয়ে বেশি দিন বাঁচবেন।

রাজা জনি খুশি হয়ে নফরকে বললেন:

-একে পঞ্চাশটা সোনার মোহর দাও।

নফর তখন জ্যোতিষীকে এক পাশে নিয়ে গিয়ে বলল:

- তুমি তো রাজাকে নতুন কিছু বললে না। আগের জ্যোতিষী যা বলেছিলো তাই তুমি ঘুরিয়ে বলেছ।

তখন জ্যোতিষী উত্তর দিল:

-এ কথাটি সব সময়েই মনে রাখবে। তুমি অনেক কিছুই বলতে পারো কিন্তু কীভাবে বলবে তার উপর নির্ভর করে তুমি সিদ্ধি লাভ করবে কিনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন