মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

ডেঙ্গু হলে রোগীকে কখন হাসপাতালে নেবেন - বাংলা হেলথ প্রশ্ন উত্তর

ডেঙ্গু রোগীকে কখন হাসপাতালে নেবেন চলুন জেনে নেই এই পোস্টে। তার আগে জানতে হবে ডেঙ্গু জরের ক্যাটাগরি সম্পর্কে। ডেঙ্গু জর হলে কী ধরনের চিকিৎসা নেবেন, বাসায় না হাসপাতালে থাকবেন এটি নির্ভর করে এর ধরন বা ক্যাটাগরির ওপর।

ডেঙ্গু জ্বরের তিনটি ধরন বা ক্যাটাগরি আছে যথাক্রমে: ‘এ’, ‘বি’ ও ‘সি’।

প্রথম ক্যাটাগরির বা ‘এ’ ক্যাটাগরির ডেঙ্গু রোগীরা স্বাভাবিক থাকে। তাদের শরীরে শুধু জ্বর থাকে। অধিকাংশ ডেঙ্গু রোগী ‘এ’ ক্যাটাগরির। তাদেরকে হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজন নেই। শুধু মাত্র বাড়িতে বিশ্রাম নেওয়াই যথেষ্ট। এদের ডেঙ্গু হাসপাতালে না নিয়েও ঠিক হতে পারে।

‘বি’ ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হতে পারে। কিছু লক্ষণ, যেমন পেটে ব্যথা, বমি, ডায়াবেটিস, স্থূলতা, অন্তঃসত্ত্বা, জন্মগত সমস্যা, কিডনি বা লিভারের সমস্যা থাকলে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়াই ভালো।
‘সি’ ক্যাটাগরির ডেঙ্গু জ্বর হচ্ছে সবচেয়ে খারাপ। এতে ডেঙ্গু রোগীর লিভার, কিডনি, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এক্ষেত্রে তাদের কিছু ক্ষেত্রে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউর প্রয়োজন হতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন