শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

সিনেমার প্রচারে গিয়ে প্রকাশ্যে শ্লীলতাহানির শিকার হলেন ২ অভিনেত্রী

সিনেমার প্রচারে গিয়ে এবার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো ভারতের মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির দুই অভিনেত্রীকে। 

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

এম এস ওয়ার্ড টিউটোরিয়াল - কিভাবে ফন্টকে বোল্ড ইতালিক ও আন্ডারলাইন করবেন

এম এস ওয়ার্ড টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে কোন লেখাকে বোল্ড ইতালিক ও আন্ডারলাইন করতে হয়। লিখালিখির কাজকে আর উন্নত করতে আপনার এম এস ওয়ার্ড এর বেসিক বিষয়গুলি জানতে হবে আর kazisilo ইউটিউবের ভিডিও দেখে আর ভালো ভাবে ক্লিয়ার হবেন আপনি। 

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

একটা সারপ্রাইজ

বিয়ের পর হানিমুনে যাওয়া হয়নি এ দুবছরে কারণ যদিও আমি। আমি ভীষণ ঘরকুনো একটি মেয়ে।

কতদিন বলে বলে যে এতদিন পর ফাইনালি গত সপ্তাহে গিয়েছিলাম। এতেই আমার বর মহাশয় ভীষণ খুশি।আসলে কথা বলতে বলতে পরিচয় এড়িয়ে যাওয়া হয়েছে। 

কিছু গল্পের নাম হয় না

বিয়ের পরের দিন সকাল বেলা নাস্তার টেবিলে সবাইকে নাস্তা এগিয়ে দিচ্ছি। একটু দূরে সোফায় বসে আমার কাজিন ননদ, দেবরেরা সবগুলো ভাইবোন একসাথে বসে নাস্তা করছে, আর বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছে। হুট করে একজন দেবর বলে ওঠে 

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

গল্প: বড় আপার বিয়ে

৪৭ বছর বয়সী বড় আপার জন্যে চারদিকে যখন বর খোঁজা হচ্ছিল তখন উৎসাহের চেয়ে বঞ্চনাটা বেশি শুনতে হয়েছিল। পাড়া প্রতিবেশী তো ছিলই সাথে আত্মীয় স্বজনরাও কটু কথা বলতে ছাড়ে নি। কেউ কেউ তো মুখের ওপরে বলেই বসতো যে, বুড়া বয়সে ছেলে খুঁজলে কি আর ছেলে পাওয়া যায়? তাছাড়া দিনকাল যা পড়েছে তাতে কোন ছেলের গরজ পড়েছে যে এমন বয়স্ক মেয়ে বিয়ে করবে। তাও আমরা থামি নি। 

সুসময়ের আলাপন

আমার প্রথম চাকরি হওয়ার পর থেকেই চারদিক থেকে সবাই আমাকে কল করা শুরু করলো। বিশেষ করে আমার দাদি, ফুফুরা, বাবার দ্বিতীয় স্ত্রী ও তার ছেলেমেয়েরা। 

মানসিক চাপ নিয়ন্ত্রণে করার ১৪টি কার্যকর উপায়

আসসালামু আলাকুম সবাইকে স্বাগতম kazisilo ব্লগে। আজকে আমরা মানসিক চাপ নিয়ন্ত্রনের বিশেষ কিছু উপায় সম্পর্কে জানব। স্ট্রেস খুবই খারাপ হতে পারে আমার আপনার জীবনে। তাই চলুন জেনে নেই

মানসিক চাপ নিয়ন্ত্রণে করার ১৪টি কার্যকর উপায় 

শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

গল্পঃ বৃষ্টির সময় ডেটিং ও কিছু পুরানো স্মৃতি

কফি হাউসে বসে ধোঁয়া ওঠা কফিতে চুমুক দিচ্ছি আর বাইরে বৃষ্টি দেখছি। কফি হাউসের স্বচ্ছ কাঁচের দরজা দিয়ে বাইরের যান চলাচল দেখা যাচ্ছে। যখন বিদ্যুৎ চমকে উঠছে , তখন কাঁচের উপর জমা পানির বিন্দুগুলি হীরের টুকরোর মতো ঝলঝল করে উঠছে। আমার মুখোমুখি টেবিলের ওপাশে একজন আশ্চর্য রকমের রূপবতী মেয়ে বসে রয়েছে। আশেপাশের মানুষগুলি বারবার আমাদের দিকে তাকাচ্ছে। তাই অস্বস্তি দূর করার জন্য আমি বাইরের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। আজকেই আমাদের প্রথম দেখা। আমাদের পরিচয় ফেসবুকেই।

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

গল্প: মন ছুঁয়েছে মন

এই পৃথিবীতে এক প্রজাতির মানুষ আছে যারা সিরিয়াস মুহূর্তে খিলখিল করে হেসে দিতে পারে। আমি চাইলেই তাদের দল নেতা হতে পারি। অসম্ভব জটিল মুহূর্তের সময় আমার পেটে কাতুকুতু লেগে যায়। আপ্রাণ চেষ্টা চালিয়েও আমি কিছুতেই আমার হাসি দমাতে পারি না। আমার সামনে রেগে থাকা মানুষটার কাছে বিনা কারণে আসামি হয়ে যাই আমি।

এক মিষ্টি সাগরিকার গল্প

সবাই তাকে মিষ্টি সাগরিকা বলেই ডাকতো। চেহারাটা দেখতে যেমন মিষ্টি, ব্যবহারটাও তাই। কিছু কিছু মানুষ আছে, যাদের দেখলে ভালমানুষ ভাবতে খুব ইচ্ছা করে। সাগরিকা হচ্ছে সেই ধরনের মেয়ে। মনটুমিয়ার চায়ের দোকানে প্রতিদিন সাগরিকাকে দেখা যেত তার দুইজন সঙ্গী সুমনা ও জব্বারেরর সাথে। ইন্টার ফাস্ট ইয়ারের প্রথম দিন থেকেই তারা একসাথে আছে। সুমনা খুবই মিশুক টাইপের একটি মেয়ে, চটপটে।সারাদিন তার বয়ফ্রেন্ডের গল্প করতে ভালবাসে। জব্বার ছিল একটু চুপচাপ,পড়ুয়া ও কিছুটা গুড-বয় টাইপের ছেলে।

ওগো বিদেশিনী

স্কলারশীপ পেয়ে কানাডা চলে এসেছি তবে বাংলাদেশকে ভীষণ মিস করি। এখানে যতোই চেরি ব্লসম দেখি না কেন বাংলাদেশের কাশফুলকে ভীষণ মিস করি। যতোই এখানে তুষারপাত দেখি না কেন বাংলাদেশে শীতের সকালে ঘুম থেকে উঠে গরম গরম চা খাওয়ার মজাটা ভীষণ মিস করি।

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

প্রতিদিন সকালে খালি পেটে এই ৬টি পানীয় পান করুন ও সুস্থ থাকুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু সকল kazisilo রিডারদের। আপনার দিনটি কিভাবে শুরু হচ্ছে তা দিয়েই আপনার জন্য দিনটি ভালো যাবে না মন্দ যাবে এটা যেমন বোঝা যায়, ঠিক তেমনি আপনি প্রতিদিন সকালে কি খাচ্ছেন তা আপনার সুস্থতার উপর অনেক বড় প্রভাবক ফেলে। তাহলে চলুন জেনে নেই সুস্বাস্থ্যের জন্য সকালে যে পানীয়গুলো আপনি পান করতে পারেন:

পরিবারের সদস্য - অনেক সুন্দর একটি গল্প

আজ বিশদিন আমার বিয়ে হয়েছে। শ্বশুরবাড়িতে থাকতে আমার একটুও ভাল লাগছে না, খুবই অসহ্য লাগছে।

আমার স্বামী কাজী ওমরকে আমি ভালোবেসে বিয়ে করেছি। কাজী ওমর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কাজীর সাথে আমার সারে তিন বছরের সম্পর্কের পর পারিবারিক ভাবে ধুমধামের সাথে বিয়ে হয়েছে। তখন কি আর জানতাম ওদের পরিবার এমন! তাহলে হয়ত কোনোদিন এই বাসায় বউ হয়ে আসতামই না। বিয়ের দিন থেকেই আমরা আলাদা ফ্লাটে উঠতাম।

স্বামী স্ত্রীর ভালোবাসার ছোট একটা ঘটনা

 স্বামী বাসায় এসেছেন। তিনি সাথে করে নিয়ে এসেছেন তার তিনজন শৈশবের বন্ধু। যাদের সঙ্গে উনার দীর্ঘদিন পর দেখা। তারপর ঘরে এসেই স্বামী বন্ধুদের বসিয়ে গেলেন রান্না ঘরে। স্ত্রী ততক্ষণে রেঁধে উনার বাকী কাজগুলি করছিলেন। স্বামী এসেই স্ত্রীর কানে কানে প্রশ্ন করলেন, "এই তুমার রান্না কি শেষ?"

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

গল্পঃ যেটা আমার

"তুই ওর সাথে এমন হেসে হেসে কথা বলছিলে কেনো, নাইমা? আমি ছাড়া তুই আর কারো সাথে কথা কইবি না।"

নাইমা তখন স্বাভাবিক স্বরেই বলল,

একজন কোটিপতি ও গরীব বৃদ্ধার গল্প

কানাডায় এক বরফ শীতল রাতে, একজন কোটিপতি দেখলেন তার ঘরের সামনে একটি বৃদ্ধা দরিদ্র মানুষ বসে আছে। তিনি তখন বৃদ্ধা মানুষটিকে জিজ্ঞাসা করলেন,

"বাইরে এত ঠাণ্ডা আর আপনার শরীরে কোনো উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠাণ্ডা লাগছে না?"

একটি গরু ও বাঘের বিপদের গল্প

একদিন একটা গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে। তারপর গরুটা অনেক্ষন দৌড়ানোর পরেও উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।

এক কৃষকের গাধার গল্প

একদিন এক কৃষকের গাধা গভীর কুয়ার ভেতরে পড়ে গেলো। গাধাটা তখন করুণ সুরে কেঁদে কেঁদে কৃষকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে লাগলো। কৃষকটা তখন ভাবলো যেহেতু গাধাটা বৃদ্ধ হয়ে গেছে, তাই তাকে উদ্ধারের ঝামেলায় না গিয়ে মাটি ফেলে কুয়ার ভেতরেই কবর দিয়ে ফেললেই চুকে যায়।

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

ভালোবাসা সুন্দর - সত্যিকারের পুরুষ নিজের বউয়ের সাথে প্রতারনা করে না

রুমে আমি শুয়ে আছি আর আমার বউ আমার পাশে ঘুমাচ্ছিল। এবং হঠাৎ আমার ফেসবুকে একটি নোটিফিকেশন পেলাম,

দেবরের সাথে শিলার পরকিয়া ও কিছু উপদেশ

শিলা নিজের দেবরের সাথে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পরে বেশ কয়েকবার। তার স্বামী নাসিম বাচ্চা দুইটার মুখের দিকে চেয়ে বারবার শিলাকে ক্ষমা করে দেয়।

নীলাকে ধর্ষণ করল শামিম, আদালতে বিচারক জনি ভাই

নীলার অভিযোগ শামীম ওকে ধর্ষণ করেছে! আজকে আদালতে উঠেছে মামলা। সকালেই আদালতে পৌঁছে গেলেন বিচারক আমাদের সবার প্রিয় জনি ভাই। তিনি নীলার বিচার করবেন। তো আদালত তার কাছে জানতে চাইল ঘটনাটা কী?

গল্প: মন বাড়িয়ে ছুঁই

ছেলেটি খুব বড় হয়ে গেছে তো! তার মাঝে আগে কেমন একটি পিচ্চি পিচ্চি ভাব ছিল। এখন তার ছিঁটেফোঁটাও তার মধ্যে দেখা যায় না। বরং শক্ত-সমর্থ এক যুবক হয়েছে। কিন্তু তার মুখটা আজও সেই ভীষন মায়া মায়া।

অনুগল্প: স্মৃতির পাতায় বন্ধুরা

রুমটা গোছাতে গোছাতে হথাৎ করে একটি ব্রেসলেট চোখে পড়লো আমার। ব্রেসলেটটি দেখেই চোখের পাতায় হাজারো স্মৃতি ভেসে উঠলো। 

একদিন শখ করে তিনটা ব্রেসলেট কিনেছিলাম আমরা তিন বান্ধবী। আমি, নুসরাত আর নাদিয়া টুকটাক কিছু জিনিস কেনাকাটা করতে গিয়েই পছন্দ করেছিলাম এই ব্রেসলেটটা। পরে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম তিনজনের জন্য তিনটে। 

গল্প: অনুবোধের অনুরনন

বয়স প্রায় ষাট বছর ছুইঁ ছুইঁ রিকশাওয়ালাটি আমার হাতে বাড়তি পাঁচ টাকা ফিরিয়ে দিতেই আমি তব্দা খেয়ে গেলাম।

ভাবছি এই লোকটার মাথা ঠিক আছে তো? যেখানে মানুষ কিছু পেলে ছাড়ে না আর উনি তো সকাল সন্ধ্যা খেটে খাওয়া একজন রিকশাওয়ালা। 

শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

কিভাবে ধনী হওয়া যায়? কিভাবে বড়লোক হব? - ফানি কৌতুক

ইন্টারনেটে সেদিন সার্চ করতে গিয়েছিলাম "কিভাবে ধনী হওয়া যায়?" তার টিপস নিয়ে একটা সাইট পেলাম। সাইটে ঢুকতে যাবো দেখি টাকার অভাবে সাইটের হোস্টিং বন্ধ হয়ে গেছে ।

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

একটি অসমাপ্ত ভালবাসার গল্প

ইচ্ছে ছিল কারো প্রেম হয়ে তার ভেতর জন্ম নেব। খুব তাড়াতাড়ি ইচ্ছেটা পূরণ হয়। আমি তখন নবম শ্রেণীর ছাত্রী। নতুন ক্লাস নতুন নতুন ছেলে মেয়েরা। ভাবটাই আলাদা। সকল বান্ধবীরা মিলে গবেষণা করতাম ছেলেদের মধ্যে কে বেশী হ্যান্ডসাম।

রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে আমি। তাই আমার কোন ছেলে বন্ধু নেই । আমার পরিবার এটা কখনো গ্রহণ করে না।

অমর প্রেমের গল্প

প্রতিদিন সন্ধ্যা রাত ১০টা বাজলেই কাজীবাড়ির বুড়িটার ক্যাটক্যাটে গলাটা শোনা যাওয়াটা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর বুড়োটাও কম যায় না, প্রতিদিন একই ভুল করবেই করবে।প্রতিটাদিন মশারী টাঙ্গানো ছাড়াই ঘুমিয়ে পরবে। বুড়োটা হয়তো বয়সের দোষে ভুলে যায়।আর নয়তো বুড়োটা বোধহয় ভুলটা করতেই ভালবাসে। কিন্তু বুড়োটা ভাল করেই বুঝে ওই ভুলের মাঝেই অনেক মমতা মাখানো সমাধান লুকিয়ে আছে।এজন্যই হয়তো অপেক্ষা করে বুড়িটা রাগে গজগজ করতে করতে কখন তার মশারিটা টাঙ্গিয়ে দেবে। আর এটাই বোধহয় সঠিক।নাহলে বুড়োটা গত ৬০ বছর ধরে একই ভুলে করে যাবে কেন।

একজন নাদিয়ার জীবনের গল্প

নাদিয়ার বাবা ছিলেন একজন পুলিশ। এগারো সন্তানদের মধ্যে নাদিয়া ছিল সপ্তম। দেখতে সে তেমন সুন্দর না হলেও তার চেহারায় এক প্রকার মায়া ছিল। মানুষের মন জয় করতে পারত। নাদিয়া ছোটবেলা থেকেই ভীষণ চঞ্চল প্রকৃতির ছিল। ডানপিটে ছিল। তার বাবা পুলিশ সুপার ছিল বলে তাদের কেউ কিছু বলত না।সারাদিন টো টো করে ঘুরে বেড়াত, ছোট ভাই বোনদের দেখাশুনা পড়ালেখা ভাল চলছিল, সেই সাথে মারপিটও। ডানপিটে হওয়ায় ছোট হলেও বড় বোনদের সেই প্রটেক্ট করত।

রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি দারুণ শিক্ষণীয় গল্প

ছোট একটি ছেলে ভীষণ রাগী। 

বাবা কিছুতেই তার ছেলের রাগ নিয়ান্ত্রণে আনতে পারছিলেন না। 

একদিন বাবা তার ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন।

একটি পেরেক ভর্তি ব্যাগ তাকে দিয়ে বললেন, বাবা শুনো যতবার তুমি রেগে যাবে, ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ।

তিন বন্ধু ও জীবনের তিনটি ধাপ - ইসলামিক গল্প

তিন জন বন্ধু মিলে বিদেশে বেড়াতে গেল। তারা সেখানে একটা বড় হোটেলে উঠলো এবং রুম পেয়েছে ৬০ তলায়।

তবে সেই হোটেলের নিয়ম অনুযায়ী, রাত ১২টার পর লিফ্ট অফ থাকে!

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

পিশাচ গ্রামের আহ্বানে ভুতের গল্প

এই ঘটনাটি আমার একজন প্রতিবেশির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। আমি ঘটনাটাকে তার মতো করে সাজিয়ে নিলাম। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে নিবেন। 

আমি তখন ক্লাস টেনে পড়ি। সেদিন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। বাড়িতে এসে আমি বেশ অবাক হলাম। কারণ আমার বাবা ঘরের এক কোণে মন খারাপ করে বসে ছিলো। মা ও মন খারাপ করে ব্যাগ গোছাচ্ছিল। আমার ছোট বোনটাও চুপচাপ বসে ছিলো। আমি খুব কৌতুহল হয়েই মাকে প্রশ্ন করলাম:

ফিরে আসার গল্প - নাদিয়া ও সাকিব

 'আমি এই হারাম সম্পর্কটা রাখতে চাই না নাদিয়া।"

সাকিবের কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, "মানে? কি হারাম?"
'আমাদের এই সম্পর্কটা হারাম। আমরা দু'জনে যা করছি সেটা হারাম। আল্লাহ আমাদের জীবন সঙ্গী আগেই ঠিক করে রেখেছেন। তাই আমি এই হারাম থেকে বেরিয়ে যেতে চাই। "
আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, "দুই বছরের সম্পর্ক সাকিব। তোমার কি নতুন কাউকে পছন্দ হয়েছে? এসব না বলে সাহস থাকলে মাথা উচু করে বলো।"

আমাদের জীবন কোন সহজ অধ্যায় নয়, জীবনের কিছু বাস্তব কথা

দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন সেই দেয়ালেই মাথা ঠুকতে ইচ্ছা করে। যখন মনের গভীরের ক্ষত গুলি কাঁটার মত বিঁধতে থাকে তখন গুমরে গুমরে বেঁচে থাকতে হয় নিঃপ্রান হয়ে। হয়ত কষ্টগুলি কাউকে শেয়ার করতে পারলে নিজেকে হালকা লাগে । তবে এটাও তো সত্য নিজের দূর্বলতা কাউকে বলতে নেই। কেননা দূর্বলাকে পুঁজি করেই সবাই মজা নিতে পছন্দ করে। তাই মনের ভেতরে রেখেই মিথ্যে হাসি হেসেই চলতে হয়। লাইফটা ডাল ভাত নয় যে সিদ্ধ করলাম আর খেয়ে ফেললাম। প্রতিদিনের রুটিনে পাওয়া না পাওয়ার হিসেবে অনেক কিছুরই অপূর্নতা থেকে যায় । 

মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে তার প্রিয়মানুষকে নিয়ে গল্প করতে

মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে তার প্রিয়মানুষকে নিয়ে গল্প করতে, তার প্রশংসা করতে। বন্ধুমহল হোক বা নিজের আপনজনের কাছে ,তারা বুক ফুলিয়ে বলতে ভালোবাসে, এই জানিস আজ না তোর ভাইয়া আমায় নিজের হাতে খায়িয়ে দিল। অথচ বিয়ের পর ছেলেরা যখন বন্ধুদের সাথে আড্ডা দেয়, চায়ের কাপে চুমুক দিতে দিতে বিদ্রুপ করেই বলে, কি বিয়ে করলাম, চা ও ভালো করতে বানাতে পারেনা। বাসায় স্বাধীনতা একটুও নেই, হেন নেই তেন নেই।

রেজাল্ট সমাচার রম্য কৌতুক

 এলাকার এক ছোট বোনকে দেখলাম দ্রুত বেগে দৌড়ে দৌড়ে নদীর পারের দিকে যাচ্ছে।

সেই বোনটা এবার এইচএসসি পরিক্ষার্থী ছিলো।

তাকে এইভাবে দৌড়াতে দেখে আমি ভীষণ পেয়ে গেলাম ভয়। বেচারি ফেইল-টেইল করলো নাতো আবার!

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

একটি আন স্মার্ট মেয়ে নাদিয়ার সফলতার গল্প

এক মনে ডায়েরিটা লিখে চলেছে নাদিয়া:-

আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন। তাই দীর্ঘ সময় পর আবার আমি ডায়েরি লিখতে বসেছি। ডায়েরির পাতায় ভিজে যাচ্ছে চোখের জ্বলে। এটা কষ্টের কান্না নয়, আনন্দের কান্না। আমি পৃথিবীর অন্যতম একটা সুখী মেয়ে। কিন্তু চোখের জল যেন বাধা মানছে না।

অশ্রুসিক্ত নয়নে ঝাপসা হয়ে উঠছে আমার অতীত।

গল্পঃ দেনাপাওনা (একপাশের চেম্বারের নাম দিয়েছে ‘দায়িত্ব', অন্য পাশেরটা ‘ভালোবাসা')

দেনমোহরের টাকা শোধ করার পর শুধু মাসের শেষে পাওয়া বেতনটা হবে একমাত্র অর্থ, এমন অবস্থায় বিয়ে হয়েছে। অল্প বেতন, সাথে টিউশনি। বিয়ের পর স্বামী নিজের টিউশন ছেড়ে দিয়েছে, নাদিয়ার টিউশন দুটা ও ছাড়ে নি।

ইউটিউব ভিডিওতে ভিউ না হওয়ার ৭টি কারন! ভিডিও কেন ভাইরাল হয় না?

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু জানাই সকল KaziSilo রিডারদের। ইউটিউব শুধুমাত্র সেরা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি নয় এটি একটি দুর্দান্ত সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মও। অনেক বেশি ভিউ এবং ভালো সংখ্যক সাবস্ক্রাইবার থাকা আপনার জন্য উপকারী হতে পারে। এমনকি মানুষ ইউটিউবে নিজেকে পূর্ণ-সময়ের পেশা হিসেবে উৎসর্গ করার প্রবণতা রাখে। যাইহোক, আপনি ইউটিউব সাবস্ক্রাইবার পেতে আপনার কিছু ভুল করতে পারেন। আজ আমরা অন্যান্য পদ্ধতিগুলির সাথে কীভাবে ইউটিউব ভিউ কিনবেন সে সম্পর্কে কথা বলেছি যা আপনাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনবে।

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

কিভাবে ঘরে বসে গ্রাফিক্স ডিজাইনার হওয়া যায়? (+বোনাস টিপস)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু জানাই সকল kazisilo রিডারদের। আপনি কি একজন গ্রাফিক ডিজাইনার হতে চান? প্রতিযোগিতার যুগে স্কিলের পাশাপাশি জব মার্কেটে টিকে থাকা একটি চ্যালেঞ্জ যার জন্য আপনাকে হতে হবে আরও শক্তিশালী। ভয় নেই, আপনিও অন্যদের মত সহজ ভাবেই শিখবেন, তবে একটু কৌশল অবলম্বন করবেন যা অনেকে জানে না। ফলে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। অতীতে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে তিন বছর কাটানো, তারপরে একটি বড় শহরে চলে যাওয়া এবং একটি ডিজাইন এজেন্সিতে ইন্টার্ন করা এসব ছিল। যার সবকটিতেই প্রচুর উত্থান-পতন, দীর্ঘ যাতায়াত, এবং একটি পরম ভাগ্য খরচ হত।

প্রেজেন্টেশন দেওয়ার গুরুত্বপূর্ণ ১২টি কৌশল, ভয়কে এবার জয় হবেই

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু সকল kazisilo রিডারদের। আচ্ছা আপনি কি কখনও এতটা উদ্বিগ্ন বোধ করেছেন যে আপনি ভিড়ে সবার সামনে কথা বলতে বললে নার্ভাসের শিকার হবেন? আপনার চরম পর্যায়ের ভয়ের কারণে ক্লাস প্রেজেন্টেশনের আগে আপনার স্নায়ুকে শান্ত করা কি অসম্ভব মনে হয়? আপনি একা না! কলেজ ছাত্র সহ অনেক মানুষদের জনসাধারণের কথা বলার ভয় থাকে (এটা গ্লোসোফোবিয়া নামে পরিচিত) কারণ তারা ভয় পায় যাচাই করা, বিব্রত হওয়া বা প্রত্যাখ্যান করা।

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

ভালো সিভি লেখার টিপস যা আপনাকে চাকরি পেতে সাহায্য করবে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু জানাই আমার kazisilo রিডারদের। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে, ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে একটি দুর্দান্ত সিভি বা জীবনবৃত্তান্ত সমস্ত পার্থক্য করতে পারেএকটি ভালো জীবনবৃত্তান্ত নিয়োগকারী পরিচালকদের আপনার সম্পর্কে যথেষ্ট তথ্য দেবে যাতে আপনি আত্মবিশ্বাসের সাথে ভূমিকা এবং কোম্পানির জন্য আপনার উপযুক্ত মূল্যায়ন করতে পারেন। কিন্তু এই ধরনের প্রচুর বিষয়বস্তু এবং ফরম্যাটিংয়ের জন্য নতুন বিকল্প যা ক্রমাগত প্রদর্শিত হয়, একটি জীবনবৃত্তান্ত লেখা একটি বড় চ্যালেঞ্জ বলে মনে হতে পারে। সামান্য গবেষণা, পরিকল্পনা এবং অনুশীলনের মাধ্যমে নির্দিষ্ট কিছু সাধারণ ভুল এড়িয়ে গিয়ে আপনি আপনার নিজের জীবনবৃত্তান্ত লিখতে পারেন যা আপনাকে আগের চেয়ে দ্রুত ইন্টারভিউ নিতে দেয়

উদ্যোক্তা হতে চান? ছোট ব্যবসার জন্য ১০টি স্টার্টআপ আইডিয়া

নতুন উদ্যোক্তাদের জন্য উজ্জ্বল নতুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে আসা কঠিন হতে পারে, বিশেষ করে যখন মনে হয় সবাই ইতিমধ্যেই সমস্ত ভাল ভাল ব্যবসার আইডিয়া নিয়ে ফেলেছে। তবুও, বিদ্যমান পণ্যগুলিকে উন্নত করে বা একটি কোম্পানিকে একটি অনন্য মোড় দিয়ে সফল হওয়া সম্পূর্ণভাবে সম্ভব। একটি পুরানো ধারণা। স্ব-কর্মসংস্থানের সুবিধাগুলি একটি নতুন ব্যবসা শুরু করা সার্থক করে তোলে। আপনার নিজের বস হওয়ার স্বাধীনতা ছাড়াও, একটি ব্যবসা শুরু করা আপনাকে আরও বেশি কাজের সন্তুষ্টি এবং উচ্চ উপার্জনের সম্ভাবনা দিতে পারে।

শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

আমার স্বামী জনির "অফুরান ভালোবাসা" গল্প

 আমার বিয়ের এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও আমার সাথে উনার সম্পর্ক খুব স্বাভাবিক। প্রতিদিন আমি রাতে খাওয়া দাওয়ার পর আমার দেবর ননদদের সাথে হাসি ঠাট্টা শেষে রাত বারোটার দিকে ঘুমাতে আসি। আর আমার স্বামী আমায় দেখে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায় যেন আমি তার অফিসের বস। আমি যেন এক্ষুনি তাকে বকা লাগাবো। আমি বিছানার উপর বসে থাকি অল্পক্ষণ।

কিভাবে ৫টি ধাপে পাবলিক স্পিকিং করে টাকা আয় করুন

ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং দৃশ্যমানতা তৈরির জন্য পাবলিক স্পিকিং একটি শক্তিশালী হাতিয়ার। একজন পাবলিক স্পিকার হওয়ার জন্য এবং এখান থেকে টাকা ইনকামের জন্য যে পদক্ষেপগুলি নিতে হবে তা এখানে আলোচনা করা হল। পাবলিক স্পিকিং আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করার জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। এটি বিশ্বাসযোগ্যতা তৈরি করে, আপনাকে এক্সপোজার লাভ করতে দেয় এবং আপনাকে এমন সামগ্রী সরবরাহ করে যা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য পুনরায় ব্যবহার করা যেতে পারে। আমার দেখা বেশিরভাগ উদ্যোক্তাদের কাছে শেয়ার করার জন্য অনুপ্রেরণাদায়ক গল্প এবং শেখানোর জন্য গভীর মূল্যবান পাঠ রয়েছে, তবুও বেশিরভাগই জনসমক্ষে যেতে দ্বিধাবোধ করেন।

জনি ভাই গিয়েছিল তার সাইকেলটা রিপিয়ারিং - কৌতুক

কিছুদিন আগে জনি ভাই গিয়েছিল তার সাইকেলটা রিপিয়ারিং করাতে। তো রিপিয়ার সপে যাওয়ার পরে জনি ভাই আর সেই দোকানির কথপকথন অনেক টা এইরকম হলো : 

কিভাবে মাত্র ৬টি ধাপে ফ্রিল্যান্সিং শুরু করবেন (+বোনাস টিপস)

আপনি কি সত্যিই ফ্রিল্যান্সিং শিখতে চান এবং আপনার ক্যারিয়ার অনেক আকর্ষণীয় করতে চান। যদি সিরিয়াস হন, তাহলে পোস্টটি পড়ুন, নয়ত এই পোস্ট আপনার জন্য নয়। প্রকৃতপক্ষে, আগামী ৫ বছরের মধ্যে পৃথিবীতে ফ্রিল্যান্সারদের সংখ্যা ৬৫% বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং এই সমৃদ্ধশালী পেশায় যোগদানের জন্য এর চেয়ে ভাল সময় আর কখনও হয়নি। ফ্রিল্যান্সিং হল জীবনের এমন একটি কাজ যা বুঝতে হলে অভিজ্ঞতা অর্জন করতে হয়। প্রতিবার যখন আপনি একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং একটি উপযুক্ত সমাধান খুঁজে পান, আপনি আরও শক্তিশালী হন। কিন্তু আপনাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আপনি যদি একজন প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার হিসাবে ক্যারিয়ারে ঝাঁপিয়ে পড়েন তবে আপনি অবাক হবেন।

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

জনি ভাইয়া এবং নাদিয়া আলীর ব্রেকআপের গল্প

আজ ২৫টা দিন হলো জনি ভাইয়া আর নাদিয়া আলীর ব্রেকআপ হইছে। যদিও তারা দুজন ব্রেকআপ করছে কিন্তু কেউ কারো সাথে যোগাযোগ বন্ধ রাখে নাই। তারা তখন তুমি করে বলতো এখন আপনি করে কথা বলে। জনি ভাইয়া আর নাদিয়া আলী দুজন দুইজনকে এতই ভালবাসে যে ব্রেকআপ করার পর দেখা করবে কথা বলবে খোঁজ খবর নিবে কিন্তু আপনি করেই বলবে।

সোশ্যাল মার্কেটিং গাইড: একটি বিজয়ী কৌশল তৈরির ৭টি ধাপ

আপনার সামাজিক মিডিয়া মার্কেটিং কৌশলটি কি ঠিক আছে? যদি না হয়, আমরা আপনাকে দোষ দিই না। সামাজিক স্থান পরিপক্ক হওয়ার সাথে সাথে ব্র্যান্ডগুলি বুঝতে পারে যে এটি নীচের লাইনে একটি বাস্তব এবং পরিমাপযোগ্য প্রভাব ফেলেছে। সোশ্যাল মিডিয়া আর একটি সাইলোতে থাকতে পারে না - এটি অবশ্যই আপনার ব্যবসার বাকি কৌশলগুলির সাথে মিলেমিশে কাজ করবে৷

মানব সম্পদ ব্যবস্থাপনা কি? ও এর বৈশিষ্ট্য টিউটোরিয়াল (Human Resource)

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোম্পানিগুলির একটি অপারেশন যার লক্ষ্য হল নিয়োগকর্তার কৌশলগত লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি পূরণ করার জন্য কর্মীদের কর্মক্ষমতা সর্বাধিক করা। এটি নিয়োগ, কর্মচারী নির্বাচন, সঠিক অভিমুখীকরণ, অন্তর্ভুক্তি এবং প্রশিক্ষণ এবং দক্ষতা বিকাশের প্রক্রিয়া। এটি একটি সংক্ষিপ্ত পরিচায়ক টিউটোরিয়াল যা মানব সম্পদ ব্যবস্থাপনার দ্রুত বর্ধনশীল ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতিগুলি ব্যাখ্যা করে। এছাড়াও, এটি কর্মশক্তির বৈচিত্র্য পরিচালনায় সম্মুখীন হওয়া চ্যালেঞ্জ এবং এইচআরএম-এর মুখোমুখি হওয়া প্রধান চ্যালেঞ্জগুলিও ব্যাখ্যা করে।